স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার কথিত সোর্স জাহেদ জামিনে এসে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করেছ। এমন অনেক অভিযোগ রয়েছে কথিত সোর্স জাহেদের বিরুদ্ধে। জানা যায়, সদর থানার সামনে হাসপাতালের প্রধান ফটকে কোর্ট ট্রাই পড়ে বেশ কয়েকজন প্রতারক চক্র ঘুরাফেরা করে। কোন ব্যক্তি কাজে থানায় আসলে তাদেরকে থানার বড় বাবু এবং এসআইদের সাথে যোগাযোগ করিয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় ওই প্রতারকরা। আবার অনেককে বিভিন্ন মামলা থেকে তদবিরের মাধ্যমে ছাড়িয়ে দেয়ার কথা বলেও প্রতারণা করে যাচ্ছে। ভুক্তভোগী কয়েকজন জানান, ইকবাল মিয়া ও জাহেদ মিয়া নামের ২/৩ জন সোর্স হাসপাতালের গেইটে ঘুরাফেরা করে। অনেক সময় তাদেরকে সদর থানার বিভিন্ন দারোগাদের সাথে আলাপ আলোচনা করতে দেখা যায়। এমনকি তারা বিভিন্ন আসামিদেরকে পুলিশের কথা বলে বাড়ি থেকে ধরে নিয়ে এসে উৎকোচ নিয়ে রাস্তায় ছেড়ে দেয়। সম্প্রতি শহরের মাহমুদাবাদ এলাকার রুবেল মিয়াকে থানার সোর্স পরিচয়ে পুলিশের জ্যাকেট পড়া জাহেদ মিয়া নামের এক যুবক হ্যান্ডকাপ পড়িয়ে নিয়ে আসার সময় লোকজন তাকে হাতেনাতে আটক করে। এ সময় সে নিজেকে সদর থানার একজন এসআই’র সোর্স পরিচয় দেয়। সাথে সাথে ওই এসআই’র যোগাযোগ করা হলে তিনি জানান সে তার সোর্স নয়। পরে লোকজন তাকে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করে। কিন্তু রহস্যজনক কারণে ছেড়ে দিলে পুলিশ সুপারের নজরে আসে। পরের দিন সদর থানার পুলিশ তাকে আবার ধরে নিয়ে আসে এবং তার কাছ থেকে পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় নির্যাতিত রুবেলের স্ত্রী সালমা বাদি হয়ে মামলা করলে জাহেদকে কোর্টে প্রেরণ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।