রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

পইল ইউনিয়নে বিএনপির উঠান বৈঠকে জি কে গউছ ॥ ১৪ বছর মামলা হামলা করেও বিএনপিকে রাজপথ থেকে সড়াতে পারেনি আওয়ামীলীগ

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- গত ১৪ বছর মামলা হামলা করেও বিএনপিকে রাজপথ থেকে সড়াতে পারেনি আওয়ামীলীগ। ভয়কে জয় করেই আমরা বিএনপির রাজনীতি করি। গত ১৪ বছর পুলিশের মামলা হামলার ভয়কে উপো করেই রাজপথে আছি, রাজপথেই থাকবো। তাই হাজার চেষ্টা করেও ২০১৪ আর ২০১৮ সালের ভোট বাংলাদেশে করতে পারবে না আওয়ামীলীগ। তিনি গতকাল রবিবার বিকালে সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগ নেতারা বাজার নিয়ন্ত্রণ করে জনগণের রক্ত চুষে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। আওয়ামীলীগের এমপি-মন্ত্রীদের লুটপাটের কারণে দেশের সর্বেেত্র এক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সামনে পবিত্র রমজান মাস, তাই মানুষের চিন্তার শেষ নেই। যে বাজার আগে ৫০০ টাকায় করা যেতো, সেই বাজার এখন এক হাজার টাকা দিয়েও করা যায় না। তাই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো তাদের সংসার চালাতে পারছে না। কিন্তু সরকার জনগণের কষ্টের কথা চিন্তা করছে না। কারণ জনগণের ভোটে আওয়ামীলীগের এমপি-মন্ত্রীরা নির্বাচিত না। গত ১৪ বছর ব্যাপক লুটপাট আর দুঃশাসনের কারণে আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ আওয়ামীলীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি বলেন- সরকার পরিবর্তনের ব্যবস্থা হচ্ছে ভোট। সরকার যদি ভাল কাজ করে থাকে তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ ভোট করতে আওয়ামীলীগের এত ভয় কেন। আসলে জনগণের প্রতি আওয়ামীলীগের কোনো আস্তা নেই। কারণ তারা জনগণের ভোট ডাকাতি করেছে, গণতন্ত্র হত্যা করেছে। এ জন্য দেশের মানুষ আওয়ামীলীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো তন্ত্রমন্ত্র দিয়ে বিএনপির গণআন্দোলনকে আর আওয়ামীলীগ রুখতে পারবে না। আওয়ামীলীগ নেতাদের পাসপোর্টে মাল্টিপল ভিসা লাগানো। আন্দোলন তুঙ্গে উঠলেই তারা প্লেনে উঠবে, দেশ ছেড়ে পালাবে।
সদর উপজেলা বিএনপি নেতা শোয়েবুর রহমান স্যারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা শাহ আলম ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন ও এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট মইনুল হোসেন দুলাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাওছার, পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জালাল, বিএনপি নেতা আবুল কালাম, জামাল মেম্বার, মাসুক মিয়া, সাইদুর রহমান শামীম, জুম্মন মিয়া, জামাল মিয়া, আদব আলী, ফারুক মিয়া, আমিন শাহ, জিল্লুর রহমান, শাহীন মিয়া, সোহেল মিয়া, দুলাল মিয়া, ফজলু মিয়া, আকাশ মিয়া, আবু সায়েদ, লিটন মিয়া, কাওছার মিয়া, আফজল মিয়া, আব্দুল হামিদ তালুকদার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com