বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

বাহুবলে বাস-মাইক্রো-মোটর সাইকেলের ত্রিমূখী সংঘর্ষ ॥ দু’সহোদরসহ নিহত ৭

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০১৪
  • ৪১৪ বা পড়া হয়েছে

সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’সহোদরসহ ৭ জনের প্রাণহানী ঘটেছে। এর মধ্যে ঘটনাস্থলে ৪ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ২ জন এবং সিলেট habiganj bahubol accident pic 08.08.14 (2) copyওসমানী মেডিক্যাল কলেজে নেয়ার পথে আরও ১ জন মারা যায়। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৮ যাত্রী। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুরের অদুরে তুঘলি নামক স্থানে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ প্রাণহানীর ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।
DSC08753 copyনিহতদের মধ্যে ৩জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে- মোটরসাইল আরোহী বাহুবল উপজেলার যশপাল গ্রামের লকুছ মিয়ার দুই পুত্র চাউল ব্যবসায়ী খোকন (৩০) ও রুকন (২৬) এবং মাইক্রোবাস চালক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার মঙ্গলাবাজার এলাকার দেলোয়ার (৩০)। এছাড়া নিহত অপর ৪ মাইক্রোবাস আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
Habigonj pic 8 August 2014 (2) copyপ্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর বাজারের অদূরে তুগলী নামক স্থানে সিলেটগামী একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৯৪১৮) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একই দিক থেকে আসা যাত্রীবাহী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-৫৮৮৩) সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মাইক্রোবাসটি বাসের সামনের অংশ ছিড়ে ভেতরে ঢুকে যায়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে-মুছড়ে যায়। ধুমড়ে-মুছড়ে যাওয়া মাইক্রোবাসে আটকা পড়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকসহ ৩ যাত্রী এবং মোটরসাইকেল আরোহী রুকন মিয়া (২৬) নিহত হন। গুরুতর আহতাবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাইক্রোবাসের আরো ২ যাত্রী নিহত হন। মোটরসাইকেল আরোহী নিহত রুকন মিয়ার ভাই খোকন মিয়াকে (৩০) সিলেট নিয়ে যাওয়ার পথে আউশকান্দি নামক স্থানে মারা যান। ঘটনার পরপর স্থানীয় বিক্ষুুব্ধ জনতা অবরোধ সৃষ্টি করে। এতে রাস্তার উভয় পার্শ্বে বিপুল পরিমাণ যান-বাহন আটকা পড়ে। সন্ধ্যা ৬টার দিকে জনতা Habigonj pic 8 August 2014অবরোধ তোলে নিলে প্রায় ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান পিপিএম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার সকালে হবিগঞ্জের লাখাই সড়কে ১ জন ও হবিগঞ্জের নবীগঞ্জ সড়কে আরও ১ জন মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com