বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেবিষ্ট্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আগুন ॥ অল্পের জন্য রক্ষা মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল শহরে পুলিশের অভিযান যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ নবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ মাদকের রমরমা ব্যবসা ॥ অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা নিয়ে উদ্বেগ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন নবীগঞ্জের কানাইপুর ফের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩

বানিয়াচংয়ের হাওরের ধান ক্ষেতে পোকার আক্রমণ ॥ দিশেহারা কৃষক

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় চলতি বোরো ধান ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। বিশেষ করে মাজরা ও কারেন্ট পোকায় আক্রান্ত হয়ে ধানগাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ফলন নিয়ে হতাশ হয়ে পড়েছেন এ উপজেলার কৃষকরা। সরেজমিনে, উপজেলার কামালখানী, কাগাপাশা, বড়দীঘা, পুরানবন, মান্দেরবিল, শোলাটেকা, গন্ডবপুর, যাত্রাপাশা, শেখের মহল্লার হাওরসহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে একই চিত্র।
যাত্রাপাশা গ্রামের কৃষক আব্দুল আলী জানান, তার জমিতে কীটনাশক স্প্রে করছিলেন এতে করে তার জমিনের ধান চারা কিছুটা রক্ষা হয়েছে। তার পাশের অন্যান্য কৃষকদের কৃষি এলাকায় একের পর এক জমিতে মাজরা পোকার আক্রমণে ফলন্ত ধানের শীষগুলো সাদাবর্ণ ধারণ করেছে এবং দানা নষ্ট হয়ে গেছে। জমির প্রায় এক তৃতীয়াংশ ধানগাছ এভাবে আক্রান্ত হয়েছে। যারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন তাদের ফসল কিছুটা রক্ষা পেলেও অনেকের ক্ষেত প্রায় পুরোটাই নষ্ট হওয়ার পথে।
১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের কামালখানী এলাকার কৃষক ইলাছ মিয়া তার জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। তিনি জানান, আমি চলতি বছর প্রায় ৪ বিঘা (২ একর ৪০ শতক) জমিতে ব্রি-২৯ ও হীরা ধানের চাষ করেছি। চারা রোপনের পর থেকে নানা সমস্যায় ভুগছি। প্রথম দিকে কারেন্ট পোকার আক্রমণ ঘটে। পরে পাতা মরা ও পঁচানী রোগ দেখা দেয়। এখন শুরু হয়েছে মাজরা পোকার ব্যাপক আক্রমণ। এবার যে হারে মাজরা পোকা ধরেছে, আগে কখনও এমনটা দেখা যায়নি। এই পোকার কারণে ধান গাছে ফলন্ত শীষগুলোর দানা নষ্ট হয়ে সাদা হয়ে পড়েছে। দ্রুত এ রোগ এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ছে।
অন্যান্য কৃষকের সাথে কথা হলে তারাও জানান রোপনের পর থেকে পঁচানী, কারেন্ট পোকা ও এখন মাজরা পোকার আক্রমনে ফসল ধ্বংসের মুখে। ফলন নিয়ে চরম আতঙ্কে আছি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইউনিয়ন ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তাদের কে এ বিষয়ে মনিটরিং এর জন্য নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে আমরাও মাঠ পর্যায়ে যা”িছ। কৃষকদের পরামর্শ বিষয়ে বলেন, আমরা তাদের পার্চিং পদ্ধতি (ক্ষেতের মধ্যে গাছ বা বাঁশের ডাল পুতে দিতে বলেছি) ওই ডালে পাখি বসে পোকাগুলোকে খেয়ে ফেলবে। পাশাপাশি জমিতে কিটনাশক স্প্রে করারও পরামর্শ দিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com