স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ শহরে জেলা আওয়ামী লীগের শান্তি মিছিল ও বিএনপির পাল্টা কর্মসূচি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মসূচি কে ঘিরে হবিগঞ্জ জেলা ছিল উত্তপ্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তায় পুলিশ। শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উভয় দলই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় ঈদগাহে মিলিত হন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ জি কে গউছসহ অনেক নেতাকর্মীরা বক্তব্য দেন। অপরদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা শহরের শায়েস্তানগর, বেবিষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও প্রতিবাদ সভা করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় পুলিশ প্রশাসনকে হবিগঞ্জবাসী ধন্যবাদ জানিয়েছেন।