মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে বে-সামরিব বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মন্জুর আহ্সানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সাত্তার বেগ, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, আপন মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মাখন চকদার, খামারি মোত্তাকিন চৌধুরী প্রমুখ। প্রদর্শনীতে ৫টি ক্যাটাগরিতে ১৫ জন ও বিশেষ ক্যাট্যাগরিতে ১ জন খামারিকে পুরস্কৃত করা হয়।