স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে চেকপোষ্ট বসিয়ে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করেছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মাধবপুরসহ বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে কাগজপত্রবিহীন অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করে এবং বেশ কয়েকটির বিরুদ্ধে মামলা দেয়। পুলিশ জানায়, এ অভিযান তাদের নিয়মিত চলবে।