স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা প্রতি মাসে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও প্রাথমিক বিদ্যালয়ের মায়েদের হাতে টাকা তুলে দিচ্ছেন। কিন্তু বিএনপির আমলে এগুলো দেওয়া হয়নি। তারা দেশের মানুষের সম্পদ লুটপাট করেছে।
তিনি গতকাল হবিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, হবিগঞ্জ এক সময় অবহেলিত জেলা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবিগঞ্জে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়সহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছি। ফলে হবিগঞ্জ একটি আলোকিত জেলায় পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সরকার থাকা প্রয়োজন এবং এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। সম্মেলনে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শুধাংশু তালুকদারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সদস্য আবু সালেহ মোঃ শিবলী, সাবেক মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মুকুল আচার্য্য, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহবাজ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, পার্থ সারথি রায়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, বর্তমান সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, ছাত্রলীগ নেতা জিসান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আজিজ প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিয় রায়, আওয়ামী লীগ নেতা ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, রন্টু পুরকায়স্থ, মোঃ নূর উদ্দিন, শামীম খান, রওশন আলী, আবুল কাশেম, কুহিনুর মিয়া প্রমুখ।