স্টাফ রিপোর্টার ॥ দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুরের পিতা মোঃ শাহজাহান মিয়া ও সাংবাদিক এমএ হাকিমের স্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিকবৃন্দ। গতকাল শনিবার রাত ৯টায় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি পাভেল খান চৌধুরী, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, সাংবাদিক জুয়েল চৌধুরী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি এমএ আজিজ সেলিম, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, সংবাদের জেলা প্রতিনিধি শাহ আলম, এএইচ হেলিম, রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ হাসপাতালে যান। এ সময় নেতৃবৃন্দ অসুস্থদের আত্মীয় স্বজনদের শান্তনা দেন এবং চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের সুস্থতা কামনা করেন। গত মাস খানেক ধরে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।