বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধিন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি’র আওতায় এ উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন প্রমুখ। অনুষ্ঠানে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ৫০ ছাত্রীকে বাইসাইকেল ও ২৫০ ছাত্রছাত্রীকে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জনপ্রতি ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জনপ্রতি ৬ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জনপ্রতি ৯ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়।