স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দৈন্যদশা। একমাস ধরে সবকটি টিউবওয়েল বিকল এমনকি কয়েকটি ওয়ার্ডের টেপও নষ্ট হয়ে আছে। কিন্তু এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যাথা নেই। রোগীরা পানি কিনে ব্যবহার করছেন। আবার দরিদ্র রোগীরা দুর দুরান্ত থেকে টিউবওয়েলের পানি এনে ব্যবহার করছেন। জেলার একমাত্র চিকিৎসাস্থল সদর হাসপাতাল। নামেই আধুনিক করা হয়েছে। কিন্তু কাজের বেলা এর কোনো কিছুই নেই। ওষুধ ডাক্তার সংকট, এখন পানির তীব্র সংকট।
রোগীরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার এ সব সমস্যার কথা বলার পরও তারা এর কর্ণপাত করছেন না। গতকাল সরেজমিনে ঘুরে দেখা যায়, সদর হাসপাতালের ভেতরে প্রায় ১০টি টিউবওয়েল রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ওয়ার্ডের ট্যাপ বিকল অবস্থায় রয়েছে।
এ বিষয়ে তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম জানান, গণপূর্তকে বলা হয়েছে। কিন্তু তারা ঠিক করা হবে বলে আশস্থ করেছেন।