নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি (হীরাগঞ্জ) কাঁচা বাজারে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। ফলে দুর্ভোগে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। বাজারে আগত ক্রেতা বিক্রেতারা পড়েন চরম ভোগান্তিতে।
গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সরেজমিন ওই কাঁচাবাজার গিয়ে দেখা যায়, বাজার ও আশপাশের বাসার বাসিন্দারা পানিবন্দি হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাজারে ড্রেন থাকা সত্যে পরিষ্কার না করার কারণে বৃষ্টির পানি জমে যায়। ফলে মানুষকে ময়লা পানিতে কাঁচাবাজারে আসতে পারছেনা। রাস্তার এক পাশে থাকা কাঁচা বাজার, মুদির দোকান ও মাছ বাজার প্রবেশের বিকল্প পথও এটাই। তাই এসব দোকানে ঢুকতে দুর্ভোগে পড়ছেন ক্রেতারা। আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহেল আহমেদ বলেন, একটু বৃষ্টি হলেই কাঁচা বাজারের এই অংশে পানি জমে যায়। ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা বাড়ছে। তিনি বলেন, এখন বৃষ্টির মৌসুম, এ সময় প্রায়ই বৃষ্টি হবে। বৃষ্টিতে এমন জলাবদ্ধতা থাকলে তো ক্রেতা সংকটে পড়বো আমরা। মুদি দোকান ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘ড্রেন থাকার পরও এমন জলাবদ্ধতা মেনে নেওয়া যায় না। আমরা ব্যবসায়ীরা ভোগান্তি ও ক্ষতির সম্মুখীন হচ্ছি। কাঁচামাল ব্যবসায়ী আরশ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরেই দেখছি অল্প বৃষ্টিতেই বাজারে পানি জমে যায়। অথচ এর পাশে একাধিক বড় বড় দোকান রয়েছে। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অতি দ্রুত পানি অপসারণের উদ্যোগ নেওয়া জরুরি। আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নুরুল হক বলেন, নবীগঞ্জ উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত আউশকান্দি হীরাগঞ্জ বাজার। এখানকার কাঁচাবাজারে অল্প বৃষ্টি হলে পানি জমে যায়। বাজারের ভেতর দিয়ে যাওয়া ড্রেনের সংস্কার না থাকায় বৃষ্টির পানি ও কাদায় রাস্তা চলাচল অনুপযোগী হয়ে যায়। তিনি বলেন, আগামীতে রমজান উপলক্ষে কাঁচাবাজারে তুলনামূলক ক্রেতার সংখ্যা বৃদ্ধি আরও বেড়ে যাবে। কিন্তু বৃষ্টি হলেই পানি জমে যায় বাজারে।