স্টাফ রিপোর্টার ॥ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে সদর উপজেলার কাকিয়ার আব্দা হাজী সুরত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীগণ। পরে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কাজল আহমেদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অনিক চন্দ্র পালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ছানু মিয়া।
বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সঞ্জব আলী, রফিকা খাতুন, রাবিয়া খাতুন, শেলি আক্তার, হোসনে আরা প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।