নবীগঞ্জ প্রতিনিধি ॥ ৮ লাখ টাকা পাওনা আদায়ের জন্য পিতা, মাতা, দুইভাই কাপনের কাপড় নিয়ে অনশন করার খবর পাওয়া গেছে। এই ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদ পুর বাজার চৌমুহনীতে। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের আব্দুর রহমান (৬০) প্রায় দেড় বছর পূর্বে তার ছেলে মোঃ সাজুকে এক/দেড় মাসের মধ্যে ব্রাজিল পাঠানোর জন্য একই গ্রামের আব্দুল মোহিতের ছেলে ব্যবসায়ী রাজমহল সুইটের মালিক সিরাজুল ইসলাম ও তার ছেলে অপুর কাছে বিভিন্ন কিস্তিতে ১১ লাখ টাকা প্রদান করেন। দেড় মাস অতিবাহিত হওয়ার পর সাজুর পিতা আব্দুর রহমান সিরাজুল ইসলামকে তার ছেলেকে ব্রাজিল পাঠানের চাপ দেন। কিন্তু সিরাজুল ইসলাম কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে তাদের চাপের মুখে প্রায় ৭ মাস পর সাজুকে ভূয়া একটি ভিসা লাগিয়ে ব্রজিল পাঠায়। পথিমধ্যে আর্জেন্টিনা বিমান বন্দরে ইমিগ্রেসন হলে তার ভিসা জাল প্রমানিত হলে সাজুকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। দেশে ফেরত আসার পর সাজু তার পিতাকে নিয়ে সিরাজুল ইসলামের বাড়িতে যায়। এ সময় সাজু ফেরত আসার কারন জিজ্ঞেস করলে কোন সদুত্তর দিতে না পেরে ২ মাসের ভিতরে তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয়। সময় অতিবাহিত হবার পর আব্দুর রহমান টাকা আনতে গেলে টাকা দিতে সিরাজুল ইসলাম কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে সাজুর পিতা গ্রামের গন্যমান্য ব্যক্তিদের স্বরনাপন্ন হলে কয়েকটি সালিশ বৈঠকের মাধ্যমে বিভিন্ন তারিখে সিরাজুল ইসলাম ৩ লাখ টাকা সাজুর পিতার কাছে প্রদান করে। প্রায় ১ বছর যাবত অবশিষ্ট ৮ লাখ টাকা দেই দিচ্ছি বলে সময় নিচ্ছে। গতকাল শুক্রবার টাকা দেয়ার শেষ তারিখ ছিল। সে অনুযায়ী সাজুর পিতা আব্দুর রহমান পাওনা টাকা ছাইতে গেলে সিরাজুল ইসলাম তার নিকট পাওনা টাকার কথা অস্বীকার করেন। নিরূপায় হয়ে আব্দুর রহমান ও তার স্ত্রী সহ ছেলে সুলতান এবং সাজু কাপনের কাপড় পরে ঢাকা-সিলেট মহাসড়কসস্থ সঈদপুর বাজারে সিরাজুল ইসলামের দোকান রাজমহল সুইটের সামনে বিকেল ৫টায় অনশন শুরু করেন। অনশনের খবর পেয়ে প্রায় আধা পর স্থানীয় আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন ও সদস্য সাইদুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান এলাকার মুরুব্বীরা এসে বিষয়টি সমাধান করে দেয়ার আশ্বাস দিলে তারা অনশন ভঙ্গ করে।