সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী পরিমল দেব নাথ (৪০)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ী পরিমল দেব নাথ জানান, রাতে তার মালিকানাধীন প্রিয়াস টেইলার্সে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সারা দোকানে আগুন ছড়িয়ে পড়লে দোকানের বেশির ভাগ কাপড় পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এমতাবস্থায় পরিমল দেব নাথের জীবিকা নির্বাহ করার একমাত্র প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হওয়ায় পথে বসার মত অবস্থা তার। তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।