প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য জলযোগ মিষ্ঠান্ন ভান্ডারের মালিক শ্যামল রায়ের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
গতকাল সংবাদপত্রে পাঠানো এক বিববৃতিতে নেতৃবৃন্দ হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোরদাবী জানান।
এদিকে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ জলযোগ মিষ্টান্ন ভান্ডারে হামলা ও মালিক শ্যামল রায়ের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের অবিলম্ভে গ্রেফতারের দাবী জানান।