স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক বর্তমান যুগ্ম সচিব মাহমুদুল কবীর মুরাদ সেরা লোকসঙ্গীত গীতিকার হিসেবে কিউকম সিজেএফবি পারফরম্যান্স এওয়ার্ড পেয়েছেন। শুক্রবার রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাঁর হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ। কালচারাল জার্ণালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও পুরস্কৃত হয়েছেন শমী কায়ছার, তারিক আনাম খান, বেবী নাজনীন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে গীতিকবি মাহমুদ মুরাদ হিসেবে পরিচিত যুগ্ম সচিব মাহমুদুল কবীর মুরাদ বলেন, অল্প বিস্তর লেখালেখির এটি একটি অনন্য স্বীকৃতি। আমি যখন অবসর পাই তখনি লেখালেখির চেষ্টা করি। তিনি বলেন, আমাকে বরাবর লেখালেখিতে যারা উৎসাহ যুগিয়ে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ ভালবাসা রইল, প্রিয় শ্রোতাদের যারা আমার লেখা গান শুনতে ভালোবাসেন। এছাড়া নিভৃতে যাদের দোয়া ছিল আমার প্রতিটি সাফল্যে, অশেষ ভালবাসা সবাইকে। তিনি সিজেএফবি-কে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, মাহমুদ মুরাদের দুই শতাধিক গান ইতোমধ্যে বিভিন্ন মিডিয়া, নাটকসহ অন্যান্য মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।