প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর ছাত্রসমাজে যোগদান করেছেন অর্ধশতাধিক নেতাকর্মী।
গতকাল বিকালে নবীগঞ্জ শহরের প্রাইম ফুডে, নবীগঞ্জ পৌর জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের আয়োজনে ও পল্লীবন্ধু এরশাদের রাজনীতিক আর্দশে অনুপ্রাণীত হয়ে-জাতীয় ছাত্র সমাজে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান করেছেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, সন্ত্রাস মুক্ত সংগঠন হিসাবে জাতীয় ছাত্রসমাজের বিকল্প নেই, তাই সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের ভ্যানগার্ড হিসাবে জাতীয় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। জাতীয় পার্টি জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী নয়।
নবীগঞ্জ পৌর ছাত্রসমাজের সাবেক যুগ্ম আহবায়ক সম্রাট দেব ঝিনুকের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নিউটন সূত্রধরের পরিচালনায় আয়োজিত যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহবুব চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পৌর ছাত্রসমাজ নেতা আলী শাহান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী। এতে বক্তব্য রাখেন, কালিয়ারভাংঙ্গা ইউপি জাতীয় পার্টির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক নুুরুল আমিন পাঠান (ফুল মিয়া), সাংগঠনিক সম্পাদক মির্জা হুসাইন আহমদ হামজা, নবীগঞ্জ কলেজের ছাত্র সমাজ সভাপতি নিয়ামুল করিম অপু, পৌর ছাত্র সমাজ নেতা খায়রুল ইসলাম চৌধুরী মিলন, অলক পুরি, নুর মিয়া, বাবুল সূত্রধর। উক্ত যোগদান অনুষ্টানে এমপি মুনিম চৌধুরী বাবুর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় ছাত্র সমাজে অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেন। যোগদানকারীরা হলেন, রাফি চৌধুরী, ইমন, আলাল চৌধুরী, হাফিজুর রহমান, সুবহান চৌধুরী, ঝিনুজ সূত্রধর, সৌরভ দাশ, চম্পক সূত্রধর, অসিম, নয়ন, গৌরব, জীবন, প্রার্থ, সৌরভ, বিশ্ব দাশ, মুন্না চৌধুরী, বিলাশ, তনু, শুভ, তুসার, সাওয়ন, রিংকু, পনির, রাজন, ইমরান, রফিকুল, রাফি, জমসেদ, ফরিদ, সাজ্জাদ, নয়ন, মতিন প্রমূখ।