স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হবে। এবার ৩ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন।
গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের হলরুমে প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল হক। প্রেস বিফিংয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমূখ।