স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহপুর বাজারে গতকাল শুক্রবার বিকালে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে আফজল চৌধুরী ও হামিদুল ইসলাম সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আব্দুল মজিদ খান। তিনি বলেন, আমি ভাটি এলাকার সন্তান। মক্রমপুর ইউনিয়নের শাহপুরে আমি আপনাদের ভোট কম পাই কিন্তু আমি ভোট বিবেচনা না করে আমার উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। যতদিন আমি আপনাদের এলাকার সাংসদ হিসেবে থাকব ততদিন ঐ এলাকায় আমার কার্যক্রম অব্যাহত থাকবে। আমি ঐ বাজারে একাধিকবার এসেছি। কিন্তু বিগত বছরগুলোতে অনেকেই ঐ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাদের কর্মকান্ড ও আমার কর্মকান্ড আপনারা বিবেচনা করবেন। আমি আপনাদের এলাকায় কাজ করতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের এখানে স্থাপিত ইউনিয়ন পরিষদ অফিসটি দীর্ঘদিন ধরে অগোছালো অবস্থায় রয়েছে। এর জন্য আপনারা ঐ অফিসের সম্পূর্ন দলিলপত্র এবং কাগজাদি আমাকে দেন আমি আমার যথাসাধ্য ক্ষমতাবলে একটি ইউনিয়ন ভবন নির্মান করতে চাই। তিনি বলেন, হিয়ালা হতে শাহপুর বাজার পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই নাজুক, আপনারা তা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। ঐ এলাকার জনগন সহ আশে পাশের গ্রামগুলো থেকে শত শত লোক ঐ রাস্তা দিয়ে চলাফেরা করেন। আমি আগামী বছরে ঐ রাস্তাটির এক কিলোমিটার পাকাকরন করব। বাকি কাজগুলো পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, সাবেক মেম্বার মিরাশ আলী, শাহপুর তরুন সংঘরে সাধারণ সম্পাদক নুর উদ্দিন, যুব নেতা এনামুল হক, যুব নেতা সালাহ উদ্দিন আহমেদ, শাহাব উদ্দিন, আব্দুল মন্নান চৌধুরী, আবিদ মিয়া চৌধুরী, সাবেক ইউপি সদস্য শাহজাহান গণি, বর্তমান মেম্বার আতাউর রহমান চৌধুরী প্রমুখ। সভায় বর্তমান ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী আওয়ামীলীগে যোগদানের ঘোষণা দেন। সভায় ঐ গ্রামের শত শত লোক উপস্থিত ছিলেন।