শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানঁ এমপি গন সংবর্ধনা দিয়েছেন রাহেলা গ্রামবাসী। গতকাল শুক্রবার বিকাল ৩টায় আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামবাসীর উদ্যোগে এক বিশাল গন সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন- মোঃ মস্তুফা মিয়া ও কাকাইলছেও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ আলমের পরিচালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যাক্তি আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানঁ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডঃ ফেরদৌস মিয়া, সাবেক পরিষদ সদস্য নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, ফারুক আমীন, সীমা রানী সরকার, হাসিনা আক্তার, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মিজবা উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আলী, ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, সুশেনজিৎ চৌধুরী, মোবারুল হোসেন, বানিয়াচং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, হাফেজ শামচুল হক, এতে জেলা ও উপজেলা আওয়ামীলীগে, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানঁ এমপি বলেন আজমিরীগঞ্জ উপজেলা অবহেলিত বলা যাবেনা শেখ হাসিনা সরকার গঠন হওয়ার পর থেকে সারাদেশ সহ আমার নির্বাচনি এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা স্বাধীনতার পরে আর কোন সরকার বা এমপি এতো উন্নয়ন করে নাই, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে আহব্বান জানায়।