বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে উপজেলা সদর সংলগ্ন বাগানবাড়ী নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিলেট থেকে হবিগঞ্জ মুখী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের বাসটি (ঢাকা মেট্রো ব ১৪-১৩২৫) নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকারিয়া হায়দার বিষয়টি রাত ৮টার দিকে নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। বাহুবলের বাগানবাড়ী এলাকায় মহাসড়কের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে ৪ যাত্রী মারা গেছেন। আহত হন অনেকেই। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি রাস্তায় উল্টে যাওয়ায় ঢাকা-সিলেট সড়ক যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। রাত ৮টার দিকে গাড়িটি অপসারণ করে সড়ক যোগাযোগ সচল করা হয়।