স্টাফ রিপোর্টার ॥ দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্টের তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এতে নানা হবিগঞ্জের শ্রেণিপেশার শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে শুভেচ্ছা জানান। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএমএ জেলা শাখার সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরী। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। হবিগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ঢাকাপোস্টের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ। এতে মাত্র দুই বছরে অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মে মাত্র দুই বছরে ঢাকাপোস্টের অবদান তুলে ধরেন। তিনি বলেন, গণমাধ্যমটির সম্পাদক মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে দলবদ্ধ প্রয়াসে অল্পদিনেই ঢাকাপোস্ট পাঠকদের হৃদয়ে স্থান পেয়েছে। হয়ে ওঠেছে আস্থার প্রতীক। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে বলেই প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন নিউজপোর্টাল জনপ্রিয়তা পেয়েছে। তবে ভূঁইফোড় সাংবাদিক ও সংবাদমাধ্যমের কারণে পাঠকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। ঢাকাপোস্ট অল্পদিনেই পাঠকপ্রিয়তা পেয়েছে। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সংবাদগুলোও প্রচার করতে হবে। তাহলে নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাব কমবে। ঢাকাপোস্ট যাত্রা শুরু করে কিছুদিনের মধ্যে একটি প্রতিষ্ঠিত গণমাধ্যম হয়ে ওঠেছে। আমি আশা করছি এটি দুর্বার গতিতে এগিয়ে যাবে। আজ তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির সম্পাদক মহিউদ্দিন সরকারসহ ঢাকাপোস্টের সকলকে অভিনন্দন জানাচ্ছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, যেদেশে অবাধ সংবাদপ্রবাহ থাকে, সেখানে কখনো দুর্ভিক্ষ হয় না। কারণ সংবাদের প্রবাহ স্বাভাবিক থাকলে সকল অসঙ্গতি ওঠে আসে। আর এর ভিত্তিতে দায়িত্বশীলরা তাদের করণীয় নির্ধারণ করতে পারেন। ঢাকাপোস্ট শুরু থেকেই আলো ছড়িয়ে আজ তৃতীয় বর্ষে পদার্পন করেছে। এইক্ষণে ঢাকাপোস্টের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের প্রত্যাশা- ঢাকাপোস্ট সত্য, সুন্দর ও নিরপেক্ষ ভূমিকা বজায় রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান বলেন, মাত্র দুই বছরে ঢাকাপোস্ট দেশের অন্যতম একটি গণমাধ্যম হয়ে ওঠেছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ একত্রিত হওয়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই সুন্দর আয়োজনের জন্য ঢাকাপোস্ট ও এর জেলা প্রতিনিধিকে শুভেচ্ছা জানাচ্ছি।
অপর বিশেষ অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক বলেন, হবিগঞ্জের প্রাণ-প্রকৃতির চিত্র ঢাকাপোস্টের মাধ্যমে নিয়মিত ওঠে আসছে। এজন্য আমি পত্রিকাটির সকলকে অভিনন্দন জানাই। সামনের দিনগুলোতে পরিবেশ-প্রতিবেশ নিয়ে আরো বেশি বেশি প্রতিবেদনের আহ্বান জানাই।
সভাপতির বক্তব্যে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ বলেন, ঢাকাপোস্ট পেশাদার সাংবাদিকতার একটি উদাহরণ। পত্রিকাটি তাদের সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করে। একইসাথে সত্য সংবাদগুলো দ্রুত পাঠক-দর্শকদের কাছে তুলে ধরতে ঢাকাপোস্টের সাংবাদিকরা চ্যালেঞ্জের সাথে কাজ করে যাচ্ছেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল বাকী ইকবাল, আরটিভির জেলা প্রতিনিধও ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সায়েদুজ্জামাম জাহির, বিশিষ্ট আইনজীবী রাফিউর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক এএসএম নুরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি আব্দুল হালীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ঢাকাপোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এডভোকেট তুষার দেব, বিশিষ্ট ব্যবসায়ি উৎপল রায়, ক্রীড়া সংগঠক পংকজ বিশ্বাস, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল সোহেল, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমান, কলেজ শিক্ষক সারোয়ার পরাগ, হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নায়েব হোসাইন, বৈশাখি টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার আখলাছ আহমেদ প্রিয় প্রমুখ।