স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বালুছড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার সকালে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল বালুছড়া চা বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করে।
এ সময় বাগানের মৃত গোবর্ধনের সুনীল চাষা (৬০) কে আটক করা হয়। এ বিষয়ে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে বাহুবল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।