স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুরে ৪ ইটভাটাকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইদানিং নিয়ম নীতি না মেনে ইট প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে মাটি কাটা ও গাছ কেটে এনে ভাটায় পুড়ানো হচ্ছে। এতে একদিকে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, অন্যদিকে ট্রাক্টরের আসা যাওয়ার ফলে রাস্তা ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। প্রতি বছরই সরকার সড়ক মেরামত করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বাহুবল উপজেলার মিরপুরে অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ইটভাটার মালিকদের সাথে একাধিকবার সভা করে ইটের পরিমাপ ঠিক করার জন্য বলা হলেও ঠিক করছিলেন না ইটভাটা মালক পক্ষ। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করতে গিয়ে ইটভাটায় পরিমাপে কারচুপির প্রমাণ মেলে। বিএসটিআই এর স্ট্যান্ডার্ড অনুযায়ী ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার প্রস্থ ১১.৫ উচ্চতা ৭ সেন্টিমিটার থাকার কথা থাকলেও তা না মেনে ইট উৎপাদন করছে ইটভাটা মালিকরা। এ কারনে বাহুবল উপজেলার মিরপুরের মেসার্স রবিন ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স সাগর ব্রিকসকে ২০ হাজার, মেসার্স ইন্তাজ ব্রিকসকে ৩৫ হাজার মেসার্স একতা ব্রিকসকে ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে বাহুবল থানার একদল পুলিশ। ভোক্তা অধিকারের পরিচালক জানান, এ অভিযান নিয়মিত চলবে।