বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন আখঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মেডিকেল অফিসার ডা. নাফিসা মনির, যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার হাসান মুহাম্মদ নাইম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ, আনসার ভিডিপি ইন্সট্রাক্টর অসিম দেব ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নিহার দেব প্রমুখ।