জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ অ্যাডভোকেট মোঃ আবু জাহির গায়ের কোট উপহার দিয়েছেন হিরো আলম কে গাড়ি উপহার দেয়া আলোচিত চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের এম মাওলানা মোখলেসুর রহমানকে। ১৫ ফেব্রুয়ারী বুধবার বিকেলে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবৃত্তি ও অনার্স কোর্সের পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জ ৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ও মূক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হোসেন, গভর্ডিং বডির সদস্য এম শাহজাহান, আব্দুল হক প্রমূখ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীগণ। সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার সভাপতি আকবর হোসেন জিতু।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিরো আলমকে গাড়ি উপহার দেয়া চুনারুঘাটের সেই আলোচিত মাওলানা এম মোখলেসুর রহমান কে মঞ্চে ডেকে নিয়ে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির তাঁর গায়ের পরিহিত কোটটি খুলে উপহার হিসেবে এম মুখলেসুর রহমানের গায়ে জড়িয়ে দেন। সাথে সাথে সিক্তরিক্ত হৃদয়ে উচ্চারিত কন্ঠে এম মোখলেসুর রহমান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আজ থেকে এডভোকেট মোঃ আবু জাহির এমপি এর সাথে আজীবন থাকবো এই প্রতিজ্ঞা করছি। একই সাথে তার দেয়া উপহারটি আমি সহ আমার পরিবারের সবাই সেটি সংরক্ষণ করবেন বলে কথা দিচ্ছি।
এছাড়াও শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাডভোকেট মোঃ আবু জাহির পুরস্কার বিতরণ করেন। সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বেলা ১ টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে তিনি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।