প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজ এর পক্ষ থেকে নবাগত লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার ১৫ ফেব্রুয়ারী লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজ শিক্ষক মিলনায়তনে শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ মোঃ জাবেদ আলী নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন-সহকারী অধ্যাপক মোঃ কাইয়ুম আলী, সহকারী অধ্যাপক মোঃ মুজিবুল হক, সিনিয়র প্রভাষক সৈয়দ আফজল মিয়া, সিনিয়র প্রভাষক তাপস কিশোর রায়, সিনিয়র প্রভাষক কৃঞ্চ মোহন বণিক, সিনিয়র প্রভাষক মোঃ আলী আজম, সিনিয়র প্রভাষক সুরঞ্জন চন্দ্র দেব, সিনিয়র প্রভাষক অজয় কুমার দাশ, সিনিয়র প্রভাষক মোঃ সেলিম ভূইয়া, প্রভাষক শাহ মোছাঃ জাসিমা, প্রভাষক রাজিব কুমার আর্চায্য, প্রভাষক মোঃ আলাউদ্দিন চৌধুরী, প্রভাষক ফারজানা সুলতানা, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক নয়ন চন্দ্র দাস প্রমুখ। এছাড়াও তাহমিনা আক্তার রেজা, কাউসার আহম্মদ, দোলোয়ার হোসেন, মোঃ হাফিজুর রহমান, আলমগীর চৌধুরী, তাফাজ্জুল হক, অঞ্জন, নাসির, সনজিৎ, মাধুরী, বন্ধন, অলি, সাবিত্রি প্রমুখ। পরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা কলেজ পরিদর্শন করেন। এ সময় শিক্ষকগণের দাবীর প্রেক্ষিতে তিনি কলেজের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস প্রদান করেন।