বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বাধীন মোবাইল কোর্ট এ অর্থদন্ড প্রদান করে।
ইউএনও মহুয়া শারমিন ফাতেমা জানান, উপজেলা মিরপুর বাজারের অস্বাস্থ্য পরিবেশে খাদ্য তৈরী ও পানি প্রবাহের খালে ময়লা আবর্জনা ফেলার অভিযোগে শামছুদ্দিন মিয়ার মালিকানাধীন নিরিবিলি হোটেলকে ১৫ হাজার ও জুনাইদ মিয়ার মালিকানাধীন মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।