স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর উমেদনগরের মোড়লহাটি থেকে ১ কেজি গাঁজাসহ আল আমিন (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে উপপরিদর্শক মীরারানী দেবীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত জুনেদ মিয়ার পুত্র।
এ বিষয়ে উপপরিদর্শক মীরারানী দেবী বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত গাঁজার মুল্য ২০ হাজার টাকা।