স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভাটি অঞ্চলের উন্নয়নের রূপকার জননন্দিত জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, খেলাধুলা শিক্ষা কার্যক্রমের অংশ, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে। তাহলে একদিকে যেমন তাদের শারীরিক উন্নতি ঘটবে, অন্যদিকে বিকাশ ঘটবে জ্ঞানের।
বানিয়াচং আজমিরীগঞ্জসহ সারা দেশে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতায়নসহ অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের সাথে সাথে ক্রীড়াক্ষেত্রেও উন্নতি ঘটেছে। আর এসবের মূল কারিগর হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রেী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী না থাকলে এতো উন্নয়ন করা সম্ভব হতো না। গতকাল বুধবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যথলেটিকস প্রতিযোগিতায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান উপরোক্ত কথা গুলো বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এতে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, এড. মুর্শেদুজ্জামান লুকু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজল উল্লাহ খান, মোঃ ছায়েব আলী, মোঃ জুয়েল রহমান, কোচ মোঃ শাহেদ মিয়া, রিপন চৌধুরী, মোঃ শাহিনুর মিয়া, শিক ছানাউল হক রুবেল ও অভিভাবক মোঃ কালু মিয়া প্রমুখ। সভা সঞ্চালণা করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিবুর রহমান প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে এমপি আব্দুল মজিদ খান প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট প্রদান করেছেন।