স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ওয়াদুদের পিতা, শায়েস্তানগর কবরস্থান মসজিদের সাবেক সেক্রেটারী ও গোপায়া ইউপি’র সাবেক মেম্বার মোঃ খুর্শেদ আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সš-প্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- মোঃ খুর্শেদ আলম ছিলেন শায়েস্তানগর এলাকার প্রবীণ মুরুব্বি। তিনি একজন খোদাভিরু ও বিনয়ী মানুষ ছিলেন, একজন শান্তিপূর্ণ ভাল মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি, মহান আল্লাহ যেন উনার জীবদ্দশায় ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।