স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর এলাকা থেকে ইয়াবাসহ আছমা বেগম (৪০) নামের নারী মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত সোমবার রাত ১২টার দিকে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ ওই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে বড় বহুলা মোকাম বাড়ি গ্রামের বাছির মিয়ার স্ত্রী। ডিবি পুলিশের (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃত নারী দীর্ঘদিন যাবত মাদক কেনা বেচার সাথে জড়িত। মাদক কেনা বেচার সময় হাতে নাতে ১শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।