স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে বানিয়াচং উপজেলা সদরে আল জামিয়াতুল মাদানিয়া আল ইসলামিয়া মাদ্রাসা ও আল মদিনা এতিমখানার অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল বাসিত আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল করিম, কোষাধ্যক্ষ সাইদ আহমদ খান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বাসিত আজাদ। পরে আঞ্জুমান মুফিদুল ইসলাম কেন্দ্রীয় কার্যালয় হতে প্রাপ্ত কম্বল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও গত কয়েকদিনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় হতে প্রেরিত কম্বল রাজনগর আল-আমিন ইসলামি একাডেমি ও হিফজুল কোরআন মাদ্রাসা, কাশিপুর নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, মোহনপুর মাদ্রাসাতুল মুন্তাহা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, লাখাই উপজেলার শালদিঘা ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসা ও রায়ধর জামেয়া ফয়জে হক নুরুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।