মাধবপুর প্রতিনিধি ॥ স্থানীয় মাদক কারবারিদের আক্রমনের শিকার হয়েছেন মাধবপুর উপজেলার দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি ও ঢাকা রিপোর্ট ২৪ ডট কমের নিজস্ব প্রতিনিধি মুজাহিদ মসি। গতকাল ১৩ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার এ ঘটনা ঘটে। সূত্রে জানায়, স্থানীয় মাদকের ব্যবসায়ীদের উপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ ও এক নারীর উপর জবরদস্থি মাদক পাচারে বাধ্য করা ও তার উপর নির্যাতনের তথ্য অনুসন্ধানের কারনে সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ী ও তার দলবল স্থানীয় মনতলা বাজারে ওই সাংবাদিক মুজাহিদ মসির পথরোধ করে হ্যানস্থা করে। পরে অবস্থা বেগতিক হলে স্থানীয় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মঞ্জিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সাংবাদিক মুজাহিদ মসি জানান, সত্য প্রচার ও প্রকাশ করায় তার বিরুদ্ধে হামলার ঘটনা ঘটে। তিনি এই ঘটনার সঠিক বিচার দাবী করেন। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য এসআই মঞ্জুরুলকে দায়িত্ব দেয়া হয়েছে। মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, সাংবাদিক এর উপর আক্রমনকে কখনোই প্রশ্রয় দেয়া হবে না। মুজাহিদ মসি সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করে। অভিযোগের বিষয়টি ভালভাবে দেখার জন্য ফোন দিয়েও অভিযোগের তদন্ত কর্মকর্তাকে বলে দেয়া হয়েছে।