মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নোয়াপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনজুর আহ্সান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই বাজারের মায়ের দোয়া হোটেল সহ আরও দুটি মিষ্টি দোকানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরী করার দায়ে।