সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

শায়েস্তাগঞ্জ ব্যাক্সের নির্বাচনের তফসিল ঘোষণা ॥ ভোটারদের মাঝে উৎসব

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) ৬ষ্ঠ ত্রি-বার্ষিক নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় শায়েস্তাগঞ্জ পৌর শহরে স্টেশন রোড এলাকায় মদিনা মার্কেটস্থ শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি “অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটি গত ৬ ফেব্রুয়ারি বৈঠকের সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠন করা হয়। তারা হলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহকারী নির্বাচন কমিশনার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলী হায়দার সেলিম। প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধান্তে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর, উৎসব মুখর করার লক্ষ্যে সকলের সহযোগিতা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তফশীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আগামী ৪ মার্চ (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন করা হবে। মোট ভোটার ৮২৩ জন। ১৩ ফেব্রুয়ারি রাত ৮টা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (নোটিশ বোর্ডে), ১৪ ফেব্রুয়ারি সন্ধা ৬টা-রাত ৯টা মনোনয়ন পত্র সংগ্রহ, ১৭ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টা-রাত ১০টা মনোনয়ন পত্র দাখিল, ১৮ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টা-রাত ৯টা মনোনয়ন পত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টা-রাতে আপত্তি গ্রহন, শুনানি, নিষ্পত্তি ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২০ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টা-রাত ৮টা প্রার্থীতা প্রত্যাহার, ২২ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টা-রাত ৯টা প্রতীক বরাদ্ধ, ৪ মার্চ সকাল ৯টা-বিকাল ৪টা ভোট গ্রহন। ভোট গণনা পর ফল প্রকাশ। উক্ত ব্যকস কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে ১ জন। সদস্য পদে ৩ জন নির্বাচিত হবেন। নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরম ক্রয় ৭ হাজার টাকা, সহ-সভাপতি পদে ৫ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ৬ হাজার টাকা, সহ-সাধারণ সম্পাদক পদে ৪ হাজার ৫শ টাকা, কোষাধ্যক্ষ পদে ৩ হাজার ৫শ টাকা, সাংগঠনিক সম্পাদক পদে ৪ হাজার টাকা, প্রচার ও দপ্তর সম্পাদক পদে ৩ হাজার ৫শ টাকা। এছাড়া মনোনয়ন ফরম ৪শ টাকা (অফেরতযোগ্য) শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশনের নিকট হতে প্রার্থী বা প্রার্থীর পক্ষে যে কোন ব্যক্তি ক্রয় করা যাবে। তফসিল ঘোষণা সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী নুরল ইসলাম, ছালেহ আহমেদ তালুকদার, অসিত কুমার দাস মন্টু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজাল আলী রুস্তম, সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সম্পাদক মোজাম্মেল হক সফিক, ব্যকস বর্তমান সভাপতি মোঃ আবুল কাশেম শিবলু, মোঃ নজরুল ইসলাম, ব্যকস বর্তমান সহ-সভাপতি সোহেল ভান্ডারী, মোঃ ইয়াসির খান, টেনু মিয়া, নুরুল হক বাবুল, আব্দুল ওয়াদুদ বাচ্চু মিয়া, ব্যকস বর্তমান সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত, ব্যকস বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল হক তালুকদার রানা, এম এ জে টুটুল, মোঃ বিলাল মিয়া, রুবেল মিয়া, জামাল মিয়াসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com