স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলা থেকে র্যাব-৯ এর অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গত ১১ ফেব্রুয়ারি গভির রাতে সদর উপজেলায় অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার মাদক মামলার জিআর নং-৩৭/১৭ মূলে তিন বছরের সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার সদর থানার উমেদনগর এলাকার বাসিন্দা মৃত শিশু মিয়ার ছেলে মোঃ আল আমীন (২৫)। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।