স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি পাওয়া হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে ক্ষমা করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্র থেকে এ তথ্য জানা গেছে।
নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ভবিষ্যতে দলের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপরিন্থী কোন কার্যকলাপে জড়িত না থাকার বিষয়ে লিখিত অঙ্গীকার করলে তাঁকে এই ক্ষমা করা হয়। গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ধারা মোতাবেক ক্ষমা প্রদর্শন করা হয় বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
নিলাদ্রী টিটু ১৯৮৫ সালে ছাত্রলীগের রাজনীতি শুরুর মাধ্যমে আওয়ামী পরিবারে যোগ দিয়েছিলেন। দীর্ঘ প্রায় ৩৫ বছর ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির পর সর্বশেষ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তবে ২০১৯ সালে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় হওয়ায় তাঁকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। রাজনৈতিক জীবনে এটিই তাঁর একমাত্র দলীয় শৃংখলাবিরোধী কাজ।