স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি পেট্রোল পাম্প এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ আব্দুস সালাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার বিকেলে উপ-পরিদর্শক মোঃ রবিউল্লার নেতৃত্বে একটি দল হবিগঞ্জ সদর থানার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল মন্নাফের পুত্র।
এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ রবিউল্লা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬০ হাজার টাকা।