স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিনই কোথাও না কোথাও ওয়ানটেনের নামে জুয়ার আসর বসে। আইন শৃংখলা বাহিনী প্রায়ই অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। কিন্তু জুয়া আইনের ধারা তুলনামূলক দুর্বল হওয়ায় তারা সহজেই বেরিয়ে এসে আবারও জুয়ায় খেলায় মেতে উঠে। গত বৃহস্পতিবার গভীর রাতে হবিগঞ্জ ডিবি পুলিশ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামে অভিযান চালিয়ে নগদ টাকা ও সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করে। আটকরা হল, নবীগঞ্জ উপজেলার বাউসা গ্রামের তাজিম মোল্লার পুত্র ময়নুল ওরফে রুবেল খান, নবীগঞ্জ উপজেলার রোকনপুর কোনাপাড়ার আব্দুর রউফের পুত্র লিলু মিয়া, ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খরমপুর গ্রামের হিরন খানের পুত্র মোস্তাক খান, আজমিরিগঞ্জ উপজেলার মাটিয়াঝাড়া গ্রামের উমেশ চন্দ্র দাশের পুত্র লীকান্ত দাশ ও বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের লালু মিয়ার পুত্র শানু মিয়াকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিধত টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।