স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি)’র চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হলেন ইকবাল খান চৌধুরী। একই সাথে পদোন্নতি পেয়ে সচিব হলেন প্রশাসনের আরো সাত কর্মকর্তা। অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তারা ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল বৃহস্পতিবার সচিব পদে পদোন্নতি দিয়ে একটি আদেশ জারি করে জন প্রশাসন মন্ত্রণালয়। আলাদা আদেশে পদোন্নতিপ্রাপ্ত সাত সচিবকে একই মন্ত্রণালয় ও সংস্থায় পদায়নও করা হয়েছে।
পদোন্নতি পেয়ে সচিব হয়েছেনে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মোঃ ইকবাল খান চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হয়েছেন মোঃ গোলাম রব্বানী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন শেলিনা আফরোজা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন নাছিমা বেগম।