স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রাণকেন্দ্র চন্দ্রনাথ পুকুর পাড় মার্কেট থেকে মোটা অংকের রাজস্ব আয় থেকে হবিগঞ্জ পৌরসভা। ২০টি দোকান ভাড়া মাসে সর্বমোট ১০ হাজার ১২২ টাকা পৌরসভার ভাগে আসে। এর মাঝে কোন কোন দোকানের ভাড়া ১০০ মাস ধরে প্রদান করা হচ্ছে না। অধিকাংশ দোকানের ভাড়া ২/৩ বছর ধরে বকেয়া রয়েছে। অথচ পৌরসভা থেকে ভাড়া গ্রহীতারা সাব ভাড়া দিয়ে প্রতি মাসে আদায় করছেন কমপক্ষে দেড় থেকে ২ লাখ টাকা। এছাড়া দোকানের জন্য বরাদদ্দকৃত জায়গা ছাড়াও পৌরসভার কোন অনুমোদন ছাড়াই চন্দ্রনাথ পুকুর ভরাট করে অধিক জায়গা দখলে নিয়েছেন ভাড়াটিয়ারা।
১৯৯১ সনের শহীদ উদ্দিন চৌধুরী হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থাকাকালে পৌর পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী টাউন মসজিদ রোডস্থ চন্দ্রনাথ পুকুর পাড়ে ১৬টি দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনার জন্য ১৬ জনকে ভাড়া দেয়া হয়। ওই সভায় সিদ্ধান্ত নেয়া হয়, পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ করলে ১৬ জন ভাড়াটিয়াকে ১৬টি দোকান ২০% কমে বরাদ্ধ দেয়া হবে।
ওই সময় ৫০ টাকা মাসিক ভাড়ায় ৫টি, ৭০ টাকা মাসিক ভাড়ায় ২টি, ১২০ টাকা মাসিক ভাড়ায় ১টি, ৪০ টাকা মাসিক ভাড়ায় ২টি, ৬০ টাকা মাসিক ভাড়ায় ২টি, ৮০ টাকা মাসিক ভাড়ায় ১টি, ৬৫ টাকা মাসিক ভাড়ায় ১টি, ৫৫ টাকা মাসিক ভাড়ায় ১টি এবং ৯৫ টাকা ১টি দোকান ভাড়া দেয়া হয়। যা পৌরসভার সর্বমোট প্রাপ্য ছিল ১,০০৫ টাকা। ওই ১৬টি দোকান বর্তমানে ২০টি দোকানে রূপ নিয়েছে। আর ৩২ বছর পর ভাড়া বৃদ্ধি পেয়ে ২০টি দোকানে সর্বমোট ১,০০৫/- টাকা থেকে ১০,১২২/- টাকা হয়েছে। যা প্রতি মাসে পৌরসভার কোষাগাড়ে জমা হবার কথা। এর মধ্যে ভাড়াটিয়া মোঃ আব্দুল্লাহ এর দোকান ভাড়া ৭৭৯.২২ টাকা, আব্দুল মালেকের ভাড়া ৫৫১.২০টাকা, উজ্জল আহমেদের ৫০৬ টাকা, ইমদাদুল হকের ২৩৭.১২ টাকা, শংকর অধিকারীর ২৫৬ টাকা, শাহ আব্দুল কাদির ৩৬০ টাকা, চাঁন মিয়া মসজিদ কমিটি ৪৬২ টাকা, আব্দুর রহিম ৬২৪ টাকা, ফয়েজ উল্লাহ ৬১৬ টাকা, কামরুল হাসান ৪৬৮ টাকা, আরজু মিয়া ৪৮৪ টাকা, মোখলেছুর রহমান ৪০০ টাকা, ওয়াহিদুল আরম ৫৩২ টাকা, ইউনুছ মিয়া/ফজলুল হক ৫৫৬.৮০ টাকা, রহমত উল্লাহ/আব্দুল বারিক ৬১০ টাকা, সফিকুর রহমান চৌধুরী ৬০৩ টাকা, লুৎফুর রহমান ৫৩২.২০ টাকা, শাহ জালাল উদ্দিন ৩২০ টাকা, শাহ সালাউদ্দিন ৫৬৬.৮০ টাকা এবং আব্দুর রহিম ৬৫৭.২০ টাকা।
দোকান গুলোর সর্বনিম্ন মাত্র ২৩৭/- এবং সর্বোচ্চ মাত্র ৭৭৯/- টাকা মাসিক ভাড়া হলেও ১টি দোকানের ভাড়া ১০০ মাস ধরে বকেয়া। বাকী দোকান গুলোর ভাড়া ২/৩ বছর ধরে পৌরসভাকে দেয়া হচ্ছে না। ফলে হবিগঞ্জ পৌরসভা রাজম্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
খোজ নিয়ে জানা যায়, দোকান গুলো পৌরসভার ভাড়াটিয়াগণ সাব ভাড়া দিয়ে প্রায় প্রতিটি দোকান থেকে মাসে ৮/১০ হাজার টাকা আদায় করে পকেটস্থ করছেন। এছাড়া প্রতিটি দোকানের জন্য যে পরিমান জায়গা বরাদ্ধ দেয়া হয়েছে পুকুর ভরাট করে বরাদ্ধের চেয়ে অনেক বেশী জায়গা জুড়ে দোকান নির্মাণ করা হয়েছে। এ জন্য পৌরসভা থেকে কোন অনুমোদন গ্রহণ করেননি ভাড়াটিয়াগণ।
১৯৯১ সনে পৌর পরিষদের সিদ্ধান্তকে সামনে রেখে প্রায় ভরাট হয়ে যাওয়া পুকুরটির বাকী অংশ ভরাট করে দৃষ্টি নন্দন মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে বর্তমান পৌর পরিষদ। অনেকের মতে শহরের প্রাণ কেন্দ্রে পৌরসভার উদ্যোগে দৃষ্টি নন্দন মার্কেট নির্মাণ করা হলে ব্যবসা প্রসারের পাশাপাশি হবিগঞ্জ পৌরসভারও বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে।