প্রেস বিজ্ঞপ্তি ॥ এবারের এইচএসসি পরীক্ষায় শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। কলেজের শিক্ষার্থীরা শুধু উপজেলায়ই সেরা নয় জেলায়ও সেরাদের কাতারে স্থান করে নিয়েছে। ৬টি জিপিএ-৫, ৫৩টি এ, ৪৩টি এ মাইনাসসহ কলেজে পাসের হার ৮৭%। ব্যবসায় শাখায় ১০০%, বিজ্ঞান শাখায় ৯৫.২৪ ও মানবিক বিভাগে ৮২.৮৪% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
হবিগঞ্জ জেলায় বৃন্দাবন সরকারি কলেজের পর পরই রয়েছে জহুর চান বিবি মহিলা কলেজের অবস্থান। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বলেন, কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আব্দুল কবিরের দিক নির্দেশনা, গভার্ণিং বডির সদস্যবৃন্দ, এলাকাবাসী, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের প্রচেষ্টার কারণে প্রতিষ্ঠার পর থেকেই জহুর চান বিবি মহিলা কলেজ ভালো ফলাফল করে আসছে। আগামীতে আমরা আরো ভালো করার চেষ্টা করবো।
গত বুধবার (০৮ ফেব্রুয়ারি) ফল প্রকাশের পর থেকেই উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকগণ।