বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৪৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর দেয়া বক্তব্যকে অতিরঞ্জিত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবী করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ উপজেলা কমান্ড ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত এক মতবিনিময় সভায় এ দাবী করা হয়। সভায় দাবী করা হয়, গত ২ জুলাই উপজেলার তাহিরপুর ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা মাঠে স্থানীয় এ.কে (আফতাব-খোদেজা) শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাষ্টের উদ্বোধন করতে এসে মন্ত্রী মূলতঃ মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের মাধ্যমে কারিগড়ি শিক্ষা ব্যবস্থা চালুর প্রস্তাবনা রেখেছিলেন। আর তার এ বক্তব্যকে ভুল ব্যাখ্যা দিয়ে এলাকায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সভায় বক্তারা এ ধরণের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সর্বমহলের প্রতি আহবান জানান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ উপজেলা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, করগাঁও ও নবীগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ কমান্ডের ডেপুটি কমান্ডার আলহাজ্ব মৌলদ হোসেন কাজল, মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদ, খুরশেদ উজ্জামান রশীদ, সানু মিয়া, শাহ আবিদ আলী, বশীর আহমদ, জগৎজ্যোতি দাশ, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সইফা রহমান কাকলী, আওয়ামীলীগ নেতা মোঃ ছালিক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com