প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের পুত্র আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলক কম্পিউটার সায়েন্সে অধ্যয়ন করতে আমেরিকা গমন করেছেন। তিনি ৫ বছরের জন্য স্কলার্সশীপ পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৩টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন। এ সময় তাকে বিদায় জানাতে হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন তার পিতা মেয়র আলহাজ্ব জি কে গউছ, মা আলহাজ্ব ফারহানা গউছ হেপী, চাচা জি কে গাফফার, বড় ভাই আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, পুলক আমেরিকার মিনিসোটা স্টেইট ইউনিভারসিটি মোরহেড এ ২০১৯ সাল পর্যন্ত অনার্স ও মাষ্টার্স কোর্সে অধ্যয়ন করবেন। এর পূর্বে প্লে গ্র“প থেকে এ লেভেল পর্যন্ত ঢাকার ঐতিহ্যবাহী স্কুল স্কলার্সটিকায় অধ্যয়নরত ছিলেন। তার বড় ভাই প্রিতম একই স্কুলে অধ্যায়ন শেষে ইউনিভারসিটি অব লন্ডন এ আইন বিভাগে ১ম বর্ষে অধ্যয়ন করছেন। বিদায়ের প্রাক্কালে পুলক হবিগঞ্জবাসীর দোয়া কামনা করেছেন।