বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

চুনারুঘাট সরকারী কলেজে নবীনদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৩৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সরকারী কলেজে একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগ কলেজ প্রাঙ্গনে মিছিল বের করে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে নবীনদের স্বাগত জানিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগ সভাপতি ইখতেকার রিপন। সাধারন সম্পাদক তোফাজ্জল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা মশিউর রহমান চৌধুরী ফয়সল, বৃন্দাবন কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এস এম শফিকুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা সুহেল আরমান, বেলাল আহমেদ, সাইফুর রহমান সোহাগ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিরন মিয়া, মিঠুন চক্রবর্তী, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জুনেদ, সম্রাট, শিপন খান, জার্নেল, মেজবা, রুবেল, জসিম, রাসেল, রিপন, জনি, তানিম, শিবলু, টিটু, শরীফ ও শাহিন প্রমুখ। সভায় বক্তারা নবীন ছাত্রছাত্রীদের ছাত্রলীগের পতাকাতলে আসার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com