নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে বাহুবল উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে বাহুবল সদরসহ বিভিন্ন স্থানে ছিন্নমুল মানুষদের মাঝে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়। বাহুবল উপজেলা আওয়ামীলীগ কর্তৃক শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান নাসির, সহ-সভাপতি ফরিদ তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ কুটি, যুগ্ম সাধারণ সম্পাদক অলি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিদ তালুকদার, ৩নং সাতকাপন ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৪নং সদর ইউনিয়নের সভাপতি বেনু দেব, ৫নং লামাতাশী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক মিয়া, সুবিনয় কুমার দাস সভাপতি স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগ, শাহ জালাল উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক বাহুবল উপজেলা আওয়ামী লীগ, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, রেদোয়ান আহমদ সাবেক সভাপতি ৫নং লামাতাশী ইউনিয়ন ছাত্রলীগ, তারেক আহমেদ সাবেক সভাপতি ৬নং মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ, ৩নং সাতকাপন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসলাম উদ্দিন, ৩নং সাতকাপন ইউনিয়নের সাবেক আহবায়ক আশিক ফয়সাল প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এড. আলমগীর চৌধুরী স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতিরজনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালী করে দেশগড়ার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।