মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পাল সম্প্রদায়ের কুমার মৃশিল্পীদের মৃৎ শিল্পের আধুনিকায়নের উপর দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে পাল সম্প্রদায়ের কুমার মৃশিল্পীদের মৃৎ শিল্পের আধুনিকায়নের উপর দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, জাইকার কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, স্থানীয় ইউপি সদস্যসহ প্রমূখ।