স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার পুলিশ শহরতলীর তেঘারিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার ও তাদের নিকট থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত ১২টার দিকে ওই এলাকার ফরিদ মিয়ার বাড়িতে জুয়ার আসরে ওসি গোলাম মর্তুজার নির্দেশে এসআই এনামুল হক, কৃষ্ণধন সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়। এ সময় মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ জিল্লু মিয়া, মোঃ তারাই মিয়া ছেলে মোঃ শাহিদ মিয়া, কুদ্দুছ আলী ছেলে বাবুল মিয়া, মোঃ কদর আলীর ছেলে আমীর আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। আটককৃত সকলেই তেঘরিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার ৩০ জানুয়ারি তাদেরকে আদালতে পাঠানো হয়।